সোমবার, ১৯ এপ্রিল, ২০২১ | saintmartinbdnews@gmail.com
আপডেট : ২১ জুলাই, ২০২০ , সময়ঃ ০৭:২০ অপরাহ্ন
এসবিএন ডেস্কঃ
মূল জনপদ থেকে বিচ্ছিন্ন লোকচক্ষুর অন্তরালে থাকা উপকূলীয় সব জেলা এবং দীপ এর মধ্যে অন্যতম সেন্ট মার্টিন। গত ২০ জুলাই ২০২০ তারিখে কমান্ডার বিএন ফ্লিট এর নির্দেশনায় ক্যাপ্টেন আহমেদ আমিন আব্দুল্লাহ (জি), বিএসপি, পিএসসি, বিএন, অধিনায়ক বানৌজা প্রত্যয় সেন্টমার্টিনে করোনা ভাইরাসের প্রভাবে বিপাকে পড়া লকডাউনের আওতায় থাকা, লজ্জায় ত্রাণ চাইতে না পারা, কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের মুখে খাদ্য তুলে দিয়েছেন। অসহায় ও দুস্থ মানুষগণ আনন্দিত এবং বাংলাদেশ নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উক্ত ত্রাণ বিতরণকালে নৌবাহিনী ফরোয়ার্ড বেস সেন্টমার্টিনের কন্টিনজেন্ট কমান্ডার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি মেম্বার হাবিব, আব্দুর রব ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচী চলাকালীন সময়ে সকলকে সামাজিক দুরত্ব বজায় এবং মাষ্ক পরিধান রেখে সর্বদা চলার জন্য অনুরোধ করা হয়।
সেন্টমার্টিন বিড নিউজ ডটকম (এসবিএন) এ প্রকাশিত কোন সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।