সোমবার, ১৯ এপ্রিল, ২০২১ | saintmartinbdnews@gmail.com
আপডেট : ০৩ ফেব্রুয়ারী, ২০২১ , সময়ঃ ০৭:০৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ছেঁড়া দ্বীপ যাওয়া বন্ধের প্রতিবাদে গত ৩১ই জানুয়ারী ধর্মঘট পালিত হয়েছিল। সকাল- সন্ধ্যা উক্ত ধর্মঘট পালিত হয়।
এতে সকল যানবাহন, নৌকা, ট্রলার বন্ধ থাকে। দুপুর ২ঘটিকার জেটিঘাঁট সংলগ্ন একটি মানব বন্ধনও অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের লোকজন সমবেত হয়। এইদিকে ভোগান্তি পোহাতে হয়েছিল আগত পর্যটকদের।
এই নিয়ে পর্যটকদের মাঝে সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে সন্দিহান তৈরি হয়েছে। যদিও এখন আর কোন ধর্মঘট নেই। ছেঁড়া দ্বীপ যাওয়াসহ সবকিছুই স্বাভাবিক চলছে।
উল্লেখ্য সম্প্রতি পরিবেশ অধিদপ্তর থেকে সেন্টমার্টিন দ্বীপের একটি নীতিমালা জারি করা। এতে ছেঁড়া দ্বীপ যাওয়া বন্ধসহ অনেক বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
দ্বীপের স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ীরা পরিবেশ অধিদপ্তরের তা মনগড়া সিদ্ধান্ত আখ্যা দিয়ে উক্ত নিষেধাজ্ঞার প্রত্যাহার জানিয়ে প্রতিবাদ জানায়। এতে বেশ কিছু দাবিদাওয়া তুলে ধরেন বক্তারা।
- ছেঁড়া দ্বীপে যাতায়াত বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার, প্রয়োজনে ছেঁড়া দ্বীপের পরিবেশ রক্ষার্থে পর্যটকদের জন্য নীতিমালা প্রনয়ণ তা যথাযথ কার্যকর করার পদক্ষেপ গ্রহণ।
- পুরো সেন্টমার্টিন দ্বীপের জন্য অনতিবিলম্বে মাস্টার প্লান ঘোষণা করা।
- দ্বীপের পরিবেশ রক্ষার জন্য পর্যাপ্ত পরিমাণের ডাস্টবিনের ব্যবস্থা গ্রহণ করা এবং নিষ্কাশনের ব্যবস্থা করা।
- দ্বীপ ভাংঙ্গন রোধে দ্বীপের চতুর্পাশে বেড়িবাঁধ নির্মাণ।
- দ্বীপের অভ্যন্তরিন একমাত্র উত্তর- দক্ষিণ কাঁচা রাস্তাটির পাকা নির্মাণ করা। ইত্যাদি
সেন্টমার্টিন বিড নিউজ ডটকম (এসবিএন) এ প্রকাশিত কোন সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।